প্রয়াত বিশিষ্ট তবলা বাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় (Subhankar Banerjee)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪। জানা গিয়েছে, করোনায় (Corona) আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর ১.১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ২০ জুন থেকে তিনি কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর ফুসফুস। একমো সাপোর্টেও রাখা হয়েছিল। কিন্তু শেষরক্ষা আর হয়নি।
আরও পড়ুন-যতক্ষণ সুপ্রিমকোর্টে মামলা, ততক্ষণ পেগাসাসে পদক্ষেপ নয়: জানাল রাজ্য
উল্লেখ্য, করোনা টিকার দুটি ডোজই তাঁর নেওয়া হয়ে গিয়েছিল। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শেষকৃত্যের আগে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তাঁর মরদেহ শায়িত থাকবে সঙ্গীত আকাদেমিতে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সঙ্গীতজগৎ।












































































































































