কলকাতা লিগে ( Kolkata League )কি খেলবে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)? এই প্রশ্নটাই বুধবার বিকেল থেকে ঘোরাঘুরি করছে কলকাতা ময়দানে। সূত্রের খবর চলতি কলকাতা লিগে খেলবে না হাবাসের ( Habas) দল।
ইতিমধ্যেই এএফসি কাপে নক-আউট পর্বে পৌঁছে গিয়েছে বাগান ব্রিগেড। আগামী ২২ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টার জোনাল নকআউট পর্বে খেলবে এটিকে মোহনবাগান। আর তার আগে সমস্ত ফুটবলারদের ছুটি দিয়েছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। আর এর জেরে মালদ্বীপ থেকে বিদেশী খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা যে যার দেশে ফিরে যাবেন। দেশে ফিরে আসবেন ভারতীয় সাপোর্ট স্টাফ ও ফুটবলাররা। যা খবর তাতে ফুটবলারদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও মালদ্বীপ থেকে কলকাতায় এসে ভারতীয় দলের শিবিরে যোগ দেবেন এটিকে মোহনবাগানের নয়জন ফুটবলার। ফলে দলে ফুটবলারের সংখ্যা কমে যাবে। থাকবে মাত্র ১৩ জন ফুটবলার। এত কম ফুটবলার নিয়ে লিগে খেলা সম্ভব নয়। এছাড়া সূত্রের খবর, বায়ো বাবল না থাকায় কলকাতা লিগ খেলতে চাইছেন না বাগান কোচ। যদিও গোটা বিষয়টি এখনও আইএফএকে জানায়নি এটিকে মোহনবাগান কর্তারা। এই বিষয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন,” আমাদের এখনও কিছু জানান হয়নি। ওরা আগে জানাক। জানালে আমরা সিদ্ধান্ত নেব।’’
কলকাতা লিগে ২৯ আগস্ট জর্জ টেলিগ্রাফের সঙ্গে ছিল মোহনবাগানের প্রথম ম্যাচ।
আরও পড়ুন:‘ফুটবল বাঁচল, ক্লাবও হস্তান্তর থেকে বাঁচানো গেল’ : দেবব্রত সরকার