বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল, ধৃত যুবক

0
1

বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির টিনের চাল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার ২ নং বানজেটিয়ার বেলতলা এলাকায়। ঘটনায় আহত হন ওই বাড়ির বাসিন্দা পদ্মারাণি দাস (৬৭)। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। বোমার মশলা মজুত রাখার অভিযোগে গ্রেফতার হয় প্রৌঢ়ার ছেলে প্রবীর মণ্ডল। ওই বাড়ি থেকে সকেট বোমার খোল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার গভীররাতে বিকট শব্দ হয়। এলাকাবাসীরা এসে দেখেন প্রবীর মন্ডল নামে এক ব্যক্তির পুরনো বাড়ির ছাদ উড়ে গেছে। ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে, চারিদিকে বারুদের ধোঁয়া। বিস্ফোরণের সময় পদ্মারানী ওই বাড়িতেই ঘুমচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটায় বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি ওই বৃদ্ধা। তাঁর চিৎকারেই ছুটে আসেন এলাকাবাসীরা। তখন বাড়ি কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জখম বৃদ্ধাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে খবর।

এদিকে, বিস্ফোরণের তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতের গতিবিধি জানতে এলাকাবাসীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন বাড়িতে মজুত ছিল বোমার মশলা? ধৃতের সঙ্গে কোনও দুষ্কৃতি দলের কি যোগাযোগ রয়েছে? এ প্রশ্নের অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। বিস্ফোরণের রহস্য উদঘাটনে ধৃতকে দফায় দফায় জেরা করছে পুলিশ।

আরও পড়ুন- জলপাইগুড়ি পুরসভার নতুন প্রশাসক বোর্ডের শপথগ্রহণ 

advt 19