ফের পথ দুর্ঘটনা ময়নাগুড়িতে ।বুধবার বিকেলে ময়নাগুড়ির সার্ক রোড তথা ময়নাগুড়ি থেকে চাংড়াবান্ধা যাওয়ার রাস্তায় নিগমান্দ স্কুল সংলগ্ন এলাকায় একটি বাইক এবং একটি চার চাকার ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় নিহত দুজন এবং গুরতর আহত আরো একজন । বুধবার বিকাল চারটা নাগাদ ময়নাগুড়ির দিকে বাইকে করে যাচ্ছিল দুই ব্যক্তি । উল্টো দিক থেকে একটি বলেরো গাড়ি এসে তাদের ধাক্কা মারে। ধাক্কা মেরে রাস্তার পাশে জমিতে পড়ে যায় বলেরো গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় বলেরো গাড়ির চালকের। এবং বাইকে থাকা ফিনান্স কোম্পানির দুই জনকে গুরুতর আহত অবস্থায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে একজনের মৃত্যু হয়। এবং অপর এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম, তন্ময় বিশ্বাস, রিকু মোহন্ত তাদের দুইজনের বাড়ি জলপাইগুড়ির মাসকেলাই বাড়ি। মৃত বুলেরো গাড়ির চালকের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশ সার্ক রোডে পরপর দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।