বিভিন্ন সরকারি কাজে আধার কার্ড (Aadhar Card) এখন কার্যত বাধ্যতামূলক। ব্যাংক, এলআইসি হোক কিংবা সরকারি প্রকল্পের সুবিধা, আধার ছাড়া আপনার কাজ হবে না। কিন্তু এই আধার কার্ড নিয়ে আবার নানা ধরণের সমস্যা। কারও কার্ড নেই আবার কারও কার্ডে ভুরি ভুরি ভুল। অতএব কাজ চলবে না। এবার শহরবাসীর সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো কলকাতা পুরসভা (KMC)।
নতুন আধার কার্ড তৈরি ও সংশোধনের জন্য স্থায়ী কেন্দ্র গড়ল কলকাতা পুরসভা। আজ, বুধবার কলকাতা পুরসভার অধীনে থাকা রক্সি সিনেমা (Roxi Cinema) হলে স্থায়ী আধার সেবাকেন্দ্রের উদ্বোধন হল। নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। উদ্বোধনের পর তিনি বলেন, ‘‘এবার থেকে এই সেবা কেন্দ্রে এসে আধার কার্ড সংক্রান্ত সমস্যা মেটাতে পারবেন সাধারণ মানুষ।’’
আরও পড়ুন- জলপাইগুড়ি পুরসভার নতুন প্রশাসক বোর্ডের শপথগ্রহণ
উল্লেখ্য, এই প্রথম আধার কার্ড তৈরি বা সংশোধনের জন্য কলকাতা পুরসভার উদ্যোগে কোনও স্থায়ী কেন্দ্র তৈরি হল। আধার কার্ড তৈরি ও ওভুল সংশোধনের জন্য সাধারণ মানুষের হয়রানি কমাতে উদ্যোগী হচ্ছে পুরসভা। তাই নির্দিষ্ট একটি কেন্দ্র গড়ে দেওয়া হবে যেখানে আধার সংক্রান্ত যাবতীয় কাজ করা যাবে।