পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের (West Bengal Health University) নতুন উপাচার্য (VC) নিযুক্ত হলেন ডাঃ সুহৃতা পাল। বর্তমানে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষার দায়িত্বভার সামলাচ্ছিলেন। এর আগে প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে রাজ্য বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিল। তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
আরও পড়ুন- “বন্ধুর নাম সুদীপ” ট্যুইট নিয়ে ত্রিপুরা তোলপাড়
সম্প্রতি উপাচার্য নিয়োগের জন্য ৩ সদস্যের সার্চ কমিটি গঠিত হয়। এরপরই আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব ডাঃ তমালকান্তি ঘোষ এক সরকারি আদেশনামা জারি করে নতুন উপাচার্য পদে সুহৃতাদেবীর নিয়োগের কথা ঘোষণা করেন। এই আদেশনামায় বলা হয়েছে, নতুন উপাচার্য সর্বোচ্চ ৩ বছর অথবা তাঁর ৬৫ বছর বয়স পর্যন্ত দায়িত্বভার সামলাতে পারবেন।
আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রী যখন আমাদের যন্ত্রণা বুঝেছেন, এই জট খুলে যাবে’ : দেবব্রত সরকার