বিশ্বভারতী: উপাচার্যের রাজরোষ, তিন পড়ুয়ার পর এবার বরখাস্ত দুই অধ্যাপক

0
1

আগেই তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বরখাস্ত (Suspend) করেছে কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় দুই অধ্যাপক। সাসপেন্ড করা হল বিশ্বভারতীর (visva bharati university) পদার্থবিদ্যা বিভাগের দুই অধ্যাপককে (Professor) পীযুষকান্তি ঘোষ ও অরণি চক্রবর্তীকে। আর এই ঘটনার পরই ক্ষোভ সঞ্চার হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে। উপাচার্য (VC)বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) কার্যত একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে বলে অভিযোগ। যদিও বরখাস্তের বিষয়ে যদিও এখনও মুখ খোলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

 

জানা গিয়েছে, পড়ুয়া এবং অধ্যাপকদের বিরুদ্ধে বিশ্বভারতীর পরিবেশ কলুষিত করা ও শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগ করা হয়েছে। অর্থনীতি বিভাগে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ রয়েছে – রূপা চক্রবর্তী, ফাল্গুনী পান, সোমনাথ সৌ নামের তিন পড়ুয়ার বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে। গোটা ঘটনাই, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অঙ্গুলিহেলনে উদ্দেশ্যপ্রনোদিত ভাবেই করা হয়েছে বলে অভিযোগ পড়ুয়া ও অধ্যাপক মহলের একাংশের।

advt 19