পঞ্জশির-লাগোয়া বাঘলান প্রদেশের তিনটি জেলা দখল করেছে তালিবান। এমনটাই দাবি তালিবান জঙ্গি গোষ্ঠীর। এবার তাদের লক্ষ্য পঞ্জশির। তালিবান জঙ্গি গোষ্ঠীর দাবি, তারা ইতিমধ্যেই পঞ্জশিরের কাছেই রয়েছে। দখল কায়েম হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তাখর, বাদাখশান এবং আন্দারাবের দিক দিয়ে পঞ্জশিরকে ঘিরে ফেলা হয়েছে বলেও জানাচ্ছে তালিবান। পাশাপাশি তালিবান মুখপাত্রের দাবি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে চড় মারতাম : মন্তব্যের জেরে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
১৫ অগাস্ট কাবুল দখল করে তালিবান। তখনও তালিবান গ্রাস করতে পারেনি আফগানিস্তানের বেশ কিছু এলাকা। তবে এবার দখল করবে সেই সমস্ত এলাকা এমনটাই জানা যাচ্ছে। তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদের দাবি, বাঘলান প্রদেশের বানো, পুল-ই-হিসার এবং দেহ সালাহ জেলা তাদের দখলে এসেছে। প্রথম দফায় তালিবানের অধরা ছিল আহমেদ শাহ মাসুদের পঞ্জশির। এ বার তালিবানের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্বে শের আহমেদ শাহের পুত্র আহমেদ মাসুদ।
পাশাপাশি, আফগানিস্তানে তালিবান জঙ্গিরা হামলা চালিয়ে যাচ্ছে। সূত্রের খবর, সন্ত্রাসী সংগঠন একটি ক্রেনের সাহায্যে বিশ্ববিখ্যাত ‘গজনি গেট’ ভেঙে দিয়েছে। এই গেটটি ছিল ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক।












































































































































