বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর পৌরসভার (Bishnupur Municipality) টেন্ডার দুর্নীতিকান্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অধুনা বিজেপি (BJP) নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে উদ্যোগ নিল জেলা পুলিশ। এর জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পুলিশ। পাশাপাশি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করারও প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: অনাস্থা প্রস্তাব পাশ, কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত শুভেন্দু
প্রায় ১০ কোটি টাকা তছরূপের অভিযোগে গত, রবিবার সকালে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তদন্তে নেমে আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
এরপর তাঁকে জেরা করে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, জমি জায়গা-সহ একাধিক সম্পত্তির মালিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই সম্পত্তির লেনদেন ও অর্থের উৎস জানার চেষ্টা করছেন তদন্তকারী দল। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করতে পদক্ষেপ শুরু করেছেন তদন্তকারীরা।














































































































































