প‍্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী অ্যাথলিটদের শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকরের

0
1

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টোকিও প‍্যারালিম্পিক্স( Tokyo Paralympics) তার আগে ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর( Sachin Tendulkar)। বললেন, মূল স্তরের অ্যাথলিট ও ক্রিকেটারদের মতোই সম্মান জানানো উচিত প‍্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের।

এদিন টুইটারে সচিন লেখেন,” টোকিওতে শুরু হতে চলেছে প্যারালিম্পিক্স। চাইব আমার মতোই ভারতের অ্যাথলিটদের আপনারাও সমর্থন করুন। সব সময়ই মনে করেছি, বিশেষ ভাবে সক্ষম অ্যাথলিট হিসেবে এদের দেখা উচিত নয়। বরং বলা যেতে পারে, তাঁদের মধ্যে অসাধারণ ক্ষমতা রয়েছে। প্রত্যেকেই নিজেদের জীবনে তারকা। প্রত্যেকের কাহিনী সকলকে অনুপ্রাণিত করে। নিষ্ঠা এবং মনের জোর থাকলে কত দূর যাওয়া সম্ভব, তা ওঁদের দেখেই বোঝা যায়।”

এখানেই না থেমে সচিন আরও লেখেন,” কেউ পদক না পেলে তাঁর প্রতি সম্মান যেন আমাদের কমে না যায়। প্রত্যেকের পক্ষে পদক জেতা সম্ভব নয়। কিন্তু মনে রাখতে হবে অনেক লড়াই করে এই জায়গায় পৌঁছেছেন তাঁরা। সেটা যেন আমরা ভুলে না যাই। অলিম্পিক্সের মতোই উত্তেজনা এবং উৎসাহ নিয়ে আমি প্যারালিম্পিক্সে নজর রাখব। ”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস