অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় (Anindya Pulak Bandopadhyay), রূপা ভট্টাচার্যের (Rupa Bhattacharya) পরে এবার কি বিজেপিতে স্বপ্নভঙ্গ রিমঝিম মিত্রের (Rimjhim Mitra)? অন্তত সম্প্রতি তাঁর মন্তব্যে তেমনই প্রকাশ। বিজেপির (Bjp) সাংগঠনিক বৈঠকে তাঁকে দেখা যায়নি। এ প্রসঙ্গে রিমঝিম জানান, তাঁকে নাকি এ বিষয়ে জানানো হয়নি। অথচ বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট সক্রিয় ভাবে দেখা গিয়েছিল রিমঝিমকে। রাজনীতির ময়দানে নেমে বিরোধী দলের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের রীতিমতো আক্রমণের রাস্তায় হাঁটেন রিমঝিম। তবে, তাতে শিকে ছেঁড়েনি। বিজেপিতে খুব একটা কল্কে পাননি তিনি। এখন কি তাই গোঁসা করে গেরুয়া ছাড়তে চান তিনি?
আরও পড়ুন- পঞ্জশিরে রক্তক্ষয়ী লড়াই, সালেহ নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন
রিমঝিম মিত্র নাকি সক্রিয় রাজনীতিতে থাকতে চান। কিন্তু যে দলে তিনি সম্মান পাবেন না, সেখানে তিনি থাকবেন না। অর্থাৎ কর্মসূচি এবং বৈঠকে না পাওয়াতে তাঁর যে রীতিমতো গোঁসা হয়েছে সেটাও স্পষ্ট করেছেন রিমঝিম। তাহলে কি রাম ছেড়ে অনিন্দ্য, রূপার মতো বামে যাবেন? না সে পথে আপাতত হাঁটার ইচ্ছা নেই তাঁর। কারণ রিমঝিমের কথায়, “আমাদের অনেক বন্ধু তৃণমূলে গিয়েছেন। আমাকেও বিষয়টা ভাবতে হবে”। অর্থাৎ এবার শাসকদলের অলিন্দে হাঁটার ইচ্ছে প্রকাশ করছেন রিমঝিম। তবে, তাঁর এই ইচ্ছের খবরে জোড়া ফুল শিবির কী করে এখন সেটাই দেখার।


































































































































