মায়ের চিকিৎসার জন‍্য শহরে টোকিও অলিম্পিক্সের পদক জয়ী লভলিনা বড়গোহাঁই

0
3

শহরে টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympics)পদক জয়ী কুস্তিগীর লভলিনা বড়গোহাঁই( Lovlina Borgohain)। মায়ের চিকিৎসার জন‍্য অসম থেকে কলকাতায় এসেছেন ব্রোঞ্জ পদক জয়ী এই কুস্তিগীর। সোমবারই বাবা এবং দাদার সঙ্গে কলকাতায় পা রাখেন লভলিনা।

শহরে দেখা মিলল লভলিনা বড়গোহাঁইয়ের।  মায়ের মায়ের চিকিৎসার জন‍্য মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে আসেন তিনি। জানা গিয়েছে সেখানে লভনিনার মায়ের শারীরিক পরীক্ষা হয়েছে। সেই রিপোর্ট ভালো বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন:‘মুখ‍্যমন্ত্রী যখন আমাদের যন্ত্রণা বুঝেছেন, এই জট খুলে যাবে’ : দেবব্রত সরকার