আজ জি- ৭ গোষ্ঠীর বৈঠক , তালিবান নিয়ে বাইডেন কী বার্তা দেয় সেদিকে তাকিয়ে বিশ্ব

0
2

মঙ্গলবার জি- ৭ গোষ্ঠীর (G7 summit) বৈঠক এই গোষ্ঠীতে রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান ও কানাডা। ভার্চুয়ালি আয়োজিত (Virtual meeting) এই আন্তর্জাতিক বৈঠকে সভাপতিত্ব করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সংবাদ সংস্থাকে জানিয়েছেন আজকের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় আফগানিস্তান ও তালিবান।আফগানিস্তান থেকে অসহায়দের উদ্ধারের ব্যাপারের আলোচনা হবে।

ইতিমধ্যেই তালিবানরা হুমকি দিয়েছে ৩১ অগাস্টের মধ্যে আমেরিকাকে আফগানিস্তান থেকে সেনা সরাতে হবে  । পাশাপাশি প্রকাশ্যেই তালিবানদের সমর্থন করার আশ্বাস দিয়েছে চিন চিন । তালিবানদের প্রয়োজনে সেনা ও অর্থসাহায্য করার বার্তা দিয়েছে বেজিং । এই পরিস্থিতিতে জি- ৭ গোষ্ঠীর  বৈঠক ও পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

 

সোমবারই তালিবানরা হুঁশিয়ারি দিয়ে রেখেছে ৩১ অগাস্টের ডেডলাইন না মানলে ফল ভালো হবে না। তালিবানি মুখপাত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ডেডলাইন না মানার অর্থ আমেরিকাকে করুন ও ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে । এই প্রেক্ষাপটে আজ, মঙ্গলবার জি-৭ গোষ্ঠীর সদস্য দেশগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধারের ব্যাপারে হতে পারে আলোচনা। তালিবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলের পর এই ভার্চুয়াল বৈঠকই প্রথম কর্মসূচি হতে চলেছে যেখানে বাইডেন আমেরিকার শরিকদের সঙ্গে কথা বলবেন। আফগানিস্তান ইস্যু নিয়ে ক্ষোভ রয়েছে শরিক কোনও কোনও দেশের মধ্যেও।

advt 19