যাত্রী পরিষেবা অটুট রেখেই তৃণমূল কংগ্রেসের সংগঠন বাড়ানোর কাজ করবে পরিবহন বিভাগের কর্মী ইউনিয়নগুলি।
সোমবার রাজাবাজার ডিপোয় ট্রাম কোম্পানির বাস কর্মী ইউনিয়নের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অন্য বেশ কয়েকটি ইউনিয়নের নেতারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটিটিইউসির রাজ্য সভাপতি হবার পর আরও সক্রিয় হয়েছে সংগঠনগুলি।
এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রমুখ। সংগঠকদের মধ্যে ছিলেন অশোক সরকার, মহম্মদ আসফাক।
আরও পড়ুন – কেন্দ্রের নয়া নিয়মের প্রতিবাদ, একদিনের প্রতীকী ধর্মঘটে স্বর্ণ ব্যবসায়ীরা
কুণাল বলেন,” বামজমানায় দীর্ঘকাল অবহেলিত হয়েছে ঐতিহ্যশালী ট্রাম। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মিস্বার্থ সুরক্ষিত রেখে সময়োপযোগী পদক্ষেপ নিয়ে এই ঐতিহ্যকে রক্ষণের কথা ভাবছেন।”