পশ্চিমবঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্নিয়োগ বা মেয়াদবৃদ্ধি আর নয়, এবার নতুনদের চাকরি দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব দফতরে পাঠানো কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের এক চিঠিতে বিষয়টি জানা গিয়েছে।
আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডারে বেনিয়ম ও জালিয়াতি রুখতে কড়া রাজ্য, নতুন নির্দেশিকা নবান্নের
চিঠিতে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি দফতরগুলিতে দ্রুত শূন্যপদ পূরণের জন্য অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ না দিয়ে নতুনদের সুযোগ করে দেওয়া হবে। ফলে খরচও নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছে প্রশাসনের একাংশ।
আরও পড়ুন-এবার লক্ষ্মীর ভাণ্ডারে সক্রিয় বাম-বিজেপি
প্রসঙ্গত, অবসরের পর বিভিন্ন সরকারি দফতরে আধিকারিক ও কর্মচারীদের পুনর্নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য জানতে চেয়েছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। সংশ্লিষ্ট দফতরের অধীনস্থ বিভিন্ন সংস্থায় পুনর্নিয়োগ করা হলে সেই তথ্যও পাঠাতে বলা হয়েছে চিঠিতে।














































































































































