ইস্টবেঙ্গলের পাশ থেকে শ্রী সিমেন্টের সরে যাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

0
1

ইস্টবেঙ্গলের( Eastbengal) পাশ থেকে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট( Shree cement) সরে যাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়( Mamata banerjee)। নবান্নে সাংবাদিক সম্মেলনে কোন রাগঢাক না করেই মুখ‍্যমন্ত্রী বললেন,” যেভাবে তারা শেষ মুহুর্তে সরে গিয়েছে, তা কখনই মেনে নেওয়া যায় না। আমাদের ক্ষোভ আমরা যথাযথ জায়গায় জানাব।

বেশ কয়েকমাস ধরেই শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তি জট নিয়ে সরগরম কলকাতা ময়দান। কিছুতেই সমস্যার সুরাহা না হওয়ায়, শেষমেশ সমস্যার সমাধানে এগিয় আসেন মধ্যস্থতাকারীরা। এরই মধ‍্যে সোমবার জানা যায় নবান্নে শ্রী সিমেন্ট একটি চিঠি দিয়ে জানিয়ে দেয় তারা সরে যাচ্ছে। স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছে বিনিয়োগকারী সংস্থা। এই নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় বলেন,” যারা ছিল তারা আমায় জানিয়েছে যে আর করতে পারবে না, একেবারে শেষ মুহুর্তে। এটি খুবই খারাপ আচরণ। একটা ক্লাবকে এত দিন ধরে ঝুলিয়ে, শেষ মুহুর্তে এসে বলছে আমরা কিছু করতে পারব না, এটা খুবই খারাপ। আমরা এর জন্য দুঃখিত। কেন ছ’মাস, একবছর ধরে কথা চালিয়ে গেলন? এমনকি গত ১৬ তারিখও আমার সঙ্গে দেখা করে বলে গেল সব কিছু খুলে দেবে। তারপর এমন কি ঘটল, এমন কি রহস‍্য, যার জন‍্য বলে দিচ্ছে পারব না। চলে যাচ্ছি। ”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” ইস্টবেঙ্গল ক্লাবের একটা ঐতিহ্য আছে। আমরা চাই বাংলার তিন প্রধানই আইএসএল খেলুক। মোহনবাগান আইএসএল খেলছে আমারা খুশি। ইস্টবেঙ্গলও খেলুক এটাই চাই। আমরা খুবই বিরক্ত। সেই বিরক্তের কথা ওদের আমরা জানাব। আমরা চেষ্টা চালাব। সময় কম, আমি মনে করি ইস্টবেঙ্গলের বিপদের দিনে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।”

আরও পড়ুন:৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ, বেছে নেওয়া হল মাঠও