সম্পর্কের ইতি! ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতে চলেছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট

0
1

সম্পর্কের ইতি! ইস্টবেঙ্গলের ( EastBengal)স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতে চলেছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট( Shree Cement)। যদিও এই বিষয়ে মুখ খোলেনি বিনিয়োগকারী সংস্থা।

শ্রী সিমেন্টের মূল চুক্তিপত্রে ইস্টবেঙ্গলের সই না করা নিয়ে বেশ কয়েক মাস ধরেই সরগরম কলকাতা ময়দান। কিছুতেই সমস্যার সুরাহা হচ্ছিল না দুই তরফেই। সমস‍্যা এত বাড়ে যে, শেষমেশ সমস্যার সমাধানে এগিয় আসেন মধ্যস্থতাকারীরা। তবে এতেও ইস্টবেঙ্গল ও বিনিয়োগকারী সংস্থা মধ্যে চুক্তিজট কাটার কোনও লক্ষণই চোখে পড়ছিল না। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই তিক্ততা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, নতুন করে সম্পর্ক টেনে নিয়ে যেতে আর রাজি নয় শ্রী সিমেন্ট। দীর্ঘ টানাপোড়েনে সম্পর্কের ইতি টানতে চাইছেন তারা। জল্পনা সেদিকেই। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতে চলেছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট। যানা যাচ্ছে ইতিমধ্যে নাকি শ্রী সিমেন্টের পক্ষ থেকে ইমেলও করে দেওয়া হয়েছে ক্লাব কর্তাদের। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কেউ।

আরও পড়ুন:পরিবর্ত ফুটবলার হিসেবে সিরি-এ’র নতুন মরশুম শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো