সব দলের নেতাদের আফগানিস্তানের (present conditions of afghanistan) পরিস্থিতি সম্পর্কে অবহিত করাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime Minister Narendra Modi)। বিদেশমন্ত্রককে তিনি এই বিষয়ে বিস্তারিতভাবে সব তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (external affairs Minister S jayshankar) টুইটে এ খবর জানিয়েছেন ‘বিদেশমন্ত্রককে সব রাজনৈতিক দলের নেতাদের আফগানিস্তান সম্পর্কে তথ্য দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদি।
তবে মোদীর এই উদ্যোগেও খুশি নন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর প্রশ্ন, কেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এ ব্যাপারে জবাবদিহি করবেন প্রধানমন্ত্রী নিজে নয় কেন? কেন মোদী নিজে জানাবেন না? এ দিন বিদেশ মন্ত্রী জয়শঙ্করের টুইটের পরই একটি টুইটে রাহুল গান্ধী লিখেছেন, ‘মোদীজি নিজে কেন কথা বলতে পারবেন না? নাকি কী জানেন না আফগানিস্তান কী হচ্ছে ?
এর আগে গত ১৭ অগাস্ট তালিবানের কাবুল দখলের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক ডেকেছিলেন বসেছিলেন প্রধানমন্ত্রী । কী ভাবে আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানো যায়, সেই বিষয়েই আলোচনা হয়েছিল ওই বৈঠকে। বিদেশ মন্ত্রকের তরফে বারবারই জানানো হয়েছে যে, ভারতীয়দের ফেরাতে সবরকমের চেষ্টা জারি রেখেছে কেন্দ্র, তবে সবটাই নির্ভর করছে কাবুল বিমানবন্দরের পরিস্থিতির ওপরে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানানো হয়েছে আফগানিস্তান ফেরত সব ভারতীয়দের এবং আফগান বাসীদের বিনামূল্যে আরটি-পিসিআর পরীক্ষা করানো হচ্ছে। দু’জনের শরীরে করোনা সংক্রমণের হদিশও মিলেছে। আফগানিস্তান ফেরত সকলকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে পাশাপাশি আফগানিস্তানের নাগরিকদের বিনামূল্যে পোলিও ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। কেন্দ্রের তরফে জানানো হয়েছে এখনও অবধি চার দফায় বায়ুসেনার বিমানে ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে। তবে এখনও প্রায় এক হাজারের কাছাকাছি ভারতীয় কাবুলে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।