রাশিয়ার(Russia) পার্শ্ববর্তী দেশগুলোতে আফগানিস্তানের(Afghanistan) শরণার্থীদের রাখা নিয়ে আলোচনা চলছিল বিগত কয়েকদিন ধরে। এই প্রেক্ষিতে রবিবার বিবৃতি দিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)। স্পষ্ট ভাবে তিনি জানিয়ে দিলেন, রাশিয়ার পার্শ্ববর্তী দেশ গুলিতে শরণার্থীর ভেকধারী জঙ্গিদের(Terrorist) আমরা চাই না।
পশ্চিমী দেশগুলির এই সংক্রান্ত ভাবনা প্রসঙ্গে পুতিন জানান, যদি এই সকল শরণার্থীর ভিসা আমেরিকা ও ইউরোপের দেশগুলোর জন্য দেওয়া হয়েছে তাহলে তাদের রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলিতে হাইদর প্রয়োজনীয়তা কী? এদিন রাশিয়ার ক্ষমতাশালী দল ইউনাইটেড রাশিয়ার সদস্যদের কাছে তিনি প্রশ্ন করেন, “এর অর্থ কি এটাই যে ভিসা ছাড়াই এই সকল শরণার্থীদের রাশিয়ার পার্শ্ববর্তী দেশ গুলিতে পাঠানো হবে? সমস্যার সমাধানের জন্য এমন নির্লজ্জ পন্থা অবলম্বন করা হচ্ছে কেন?”
আরও পড়ুন:ভারত -আফগানিস্তান বাণিজ্য বন্ধ, টান পড়ছে ড্রাই ফ্রুটসের বাজারে , বাড়ছে দাম
উল্লেখ্য, গত সপ্তাহে সংবাদ সংস্থা রয়টার্সের তরফে একটি রিপোর্ট প্রকাশের আনা হয়েছিল। যেখানে দাবি করা হয় আফগান শরণার্থীদের ঠাঁই দেওয়ার জন্য আমেরিকা গোপনে একাধিক দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এর প্রেক্ষিতে পুতিন বলেন, তাদের কাছে খবর রয়েছে পূর্ববর্তী সোভিয়েত সংঘের দেশগুলিতে এই শরণার্থীদের পাঠানোর পরিকল্পনা হচ্ছে। এর তীব্র নিন্দা জানান তিনি। বলেন, “আমরা কখনোই শরণার্থীর বেশে সন্ত্রাসবাদি চাই না।”