আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরে CAA-এর গুরুত্ব বোঝালেন কেন্দ্রীয় মন্ত্রী

0
2

তালিবানের(Taliban) দখলে যাওয়ার পর ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে আফগানিস্তানের(Afganistan) পরিস্থিতি। গুরুতর অবস্থায় আফগানিস্তান থেকে ভারতীয়দের(India) দেশে ফেরাতে কোমর বেঁধে নেমেছে সরকার। রবিবার কাবুলিওয়ালার দেশ থেকে ভারতে ফিরেছেন ২২২ জন। এহেন পরিস্থিতির মাঝেই রবিবার আফগানিস্তানের উদাহরণ টেনে দেশে CAA আইনের প্রয়োজনীয়তা বোঝালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি(Hardeep Singh Puri)।

রবিবার এক আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফেরানোর একটি খবর টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, “আমাদের প্রতিবেশী দেশের অস্থির পরিস্থিতি, ও যেভাবে সেখানে শিখ এবং হিন্দু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এটাই স্পষ্ট করে নাগরিকত্ব সংশোধনী আইন কতটা জরুরি।” উল্লেখ্য ২০১৯ সালে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন পার্সী এবং খ্রিস্টান ধর্মের প্রবাসী ব্যক্তিদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। আইন অনুযায়ী আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের উল্লিখিত ধর্মের ব্যক্তিরা যদি নাগরিকত্ব পেতে চান সে ক্ষেত্রে নির্দিষ্ট বছর ভারতে থাকতে হবে তাদের। তারপরই তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

advt 19