“আমরা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খুবই ভালো খেলেছি, ২০২৪-এর লোকসভা নির্বাচনে আরও অনেক ভালো খেলব।’ রবিবার রাখিবন্ধন উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যয়ের কথা জানালেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। তিনি আরও বলেন,‘শ্যুট-বুট নয়, ২০২৪-এ দিল্লিদখল করবে হাওয়াই চটি। এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সেই সরকার হবে মানুষের সরকার।”
আরও পড়ুন-বিজেপি-র বঙ্গভঙ্গের দাবি, ক্ষোভে ফুঁসছে পাহাড়ের মানুষ
খনিশহর আসানসোলের পাণ্ডবেশ্বর ব্লকের বাঁকোলা রক্তকরবী মুক্তমঞ্চে এই যুবনেত্রীকে সংবর্ধনা জানানো হয়। এরপর সাংবাদিকদের তৃণমূলের যুব সভানেত্রী বলেন, ‘২০২৪ সালে বিজেপি সাফ হয়ে যাবে। আপাদমস্তক সাম্প্রদায়িক এই দলের প্রত্যেকে যেভাবে মহিলাদের অপমান করেছেন, তার জবাব তাঁরা বিধানসভা নির্বাচনে পেয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী বিকৃত স্বরে ডেকে জননেত্রীকে অপমান করেছেন, তা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। রাজ্যের মহিলারা সেই অপমান মেনে নেবেন না। আগামী লোকসভা পর্যন্ত মোদিজির যা ইচ্ছে করে নিন, তারপর তাঁরা কোথায় যান, সেটাই দেখবে দেশের মানুষ।’
রবিবার অভিনেত্রী তথা নেত্রীকে সংবর্ধনা জানান পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি-র সভাপতি অভিজিৎ ঘটক, পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সম্প্রতি বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের হাতে পাণ্ডবেশ্বরের পন্থনগরে নিহত হন দিলীপ তুড়ি নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী। এদিন সায়নী তাঁর স্ত্রীর হাতে এক লক্ষ টাকার চেক দেন।
আরও পড়ুন-চন্দনার “দ্বিতীয় স্বামী” অসুস্থ হয়ে হাসপাতালে”! বিজেপির বিরুদ্ধে মানসিক চাপের অভিযোগ
উল্লেখ্য, দিনকয়েক আগে জিতেন্দ্র তেওয়ারি পাণ্ডবেশ্বরে অসুস্থ বিজেপি নেত্রী সোনালি গিরিকে দেখতে এলে বিক্ষোভের মুখে পড়েন। এদিন সেই সোনালী গিরি প্রায় পাঁচশো সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।













































































































































