রাখিতে টানা ৩৫ দিন পর পেট্রোলের দাম কমল

0
1

টানা ৩৫ দিন পর পেট্রোলের দাম কমল রবিবার। এ দিন দেশের চারটি মেট্রো শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫-২০ পয়সা কমল এবং ডিজেলের দাম কমল ১৮-২০ পয়সা।এই হ্রাসের ফলে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে ১০১.৯৩ টাকা। আগের দিনের থেকে লিটার প্রতি পেট্রোলে কমেছে ১৫ পয়সা। আবার প্রতি লিটার ডিজেলের দাম কমেছে ১৯ পয়সা। কলকাতায় রবিবার পেট্রোলের দাম হয়েছে ১০১.৯৩ এবং ডিজেলের দাম হয়েছে ৯২.১৩ ।

advt 19