প্রয়াত ভারতের প্রাক্তন ফুটবলার সৈয়দ শাহিদ হাকিম

0
1

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ফুটবলার সৈয়দ শাহিদ হাকিম। রবিবার গুলবর্গার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮২ বছর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্ট্রোক হয়েছিল হাকিমের। গুলবর্গার হাসপাতালেই তিনি ভর্তি ছিলেন। ১৯৬০-এর অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন তিনি।শেষ বার ২০০৪-০৫ মরসুমে বেঙ্গল মুম্বই ফুটবল ক্লাবকে কোচিং করিয়েছেন।১৯৮২ এশিয়ান গেমসে তিনি প্রয়াত পিকে বন্দ্যোপাধ্যায়ের সহকারী ছিলেন। মারডেকা কাপে একবার ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, রেফারি হিসেবেও কাজ করেছেন তিনি। ফিফা আন্তর্জাতিক রেফারির ব্যাজ ছিল তাঁর। এশিয়ান ক্লাব কাপের ম্যাচ পরিচালনা করেছেন।

advt 19