হুগলির প্রেস ক্লাবে রাখি উৎসবে কল্যাণ, রাখিবন্ধনে সিঙ্গুর থানাও

0
2

হুগলি প্রেস ক্লাবের পক্ষ থেকে পালিত হল রাখিবন্ধন উৎসব। রবিবার, এই উৎসবে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুইন-সহ বিশিষ্ট মানুষরা।সাংবাদিকদের পক্ষ থেকে এদিন সাংসদ ও বিধায়ককে রাখি পরানো হয়। কল্যাণ বন্দোপাপাধ্যায় বলেন, “সারাবছরই সাংবাদিক ও রাজনীতিবিদের সম্পর্ক থাকে। এই বিশেষ দিনে ওদের স্ত্রীদের হাতে রাখি পরে আমি আপ্লুত”।

পুলিশের সঙ্গে স্থানীয়দের সুসম্পর্ক সুদৃঢ় করতে সিঙ্গুর থানার উদ্যোগে পথচলতি জনসাধারণ থেকে শিশু, মহিলাদের রাখি বন্ধন উৎসব পালন করা হল থানার সামনে। লাড্ডু খাইয়ে, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

 

বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখিবন্ধন উৎসব ২০২১ পালিত হল। ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক অসীম মাজি, ব্লক সম্পাদক নবীন গঙ্গোপাধ্যায়, রুনা খাতুন-সহ বিশিষ্টজনেরা।

advt 19