অপ্রাপ্তবয়স্ক দাঁতালের অস্বাভাবিক মৃত্যু ডুয়ার্সে

0
1

আবার ডুয়ার্সে মৃত্যু ঘটল এক অপ্রাপ্তবয়স্ক দাঁতাল হাতির। এতেই উদ্বিগ্ন বনবিভাগ থেকে পরিবেশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে তুরিবাড়ি বস্তির লিম্বুডারা এলাকায়।
জানা গিয়েছে, শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ওই এলাকার একটি আবাদি জমির মধ্যে ওই হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনবিভাগের তারঘেরা রেঞ্জের রেঞ্জার শুভজিত মৈত্র সহ অন্যান্য বনকর্মীরা। আসে অন্যান্য রেঞ্জের বন কর্মীর। ঘটনাস্থলে আসে মাল থানার পুলিশ ও পরিবেশ কর্মীরা। ছুটে আসেন এডিএফও মঞ্জুলা তিরকি সহ অন্যান্যরা। বনকর্মীরা মৃত হাতির ময়নাতদন্তের জন্য তৎপর হয়ে ওঠে। হাতিটিকে ওখান থেকে তুলে নিয়ে তারঘেরা রেঞ্জ দপ্তরে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন- পুরনো ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে একশো বছরে পা দিল দক্ষিণ কলকাতার দ্বিতীয় বারেয়ারি দুর্গাপুজো advt 19