ভারত -আফগানিস্তান বাণিজ্য বন্ধ, টান পড়ছে ড্রাই ফ্রুটসের বাজারে , বাড়ছে দাম

0
8

আফগানিস্থানে তালিবানি(taliban) (afghanistan) শাসন এবং রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব এবার পড়ল মালদার শুকনো ফলের (dry fruits) বাজারে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে, হিং, কাঠবাদাম ,পেস্তা ,খেজুরের মতো বিভিন্ন ড্রাই ফ্রুটসের দাম।

ধীরে ধীরে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনে বেশি দাম দিলেও এই সমস্ত সামগ্রী ঠিকমতো পাওয়া যাবে কিনা তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন মালদার ফল ব্যবসায়ীরা। মালদার বাজারে আগে যে কাঠবাদাম ৮০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হতো তা এখন বেড়ে ১২০০ টাকা।

পেস্তার দামও এখন ১৪০০ টাকা কেজিতে পৌঁছেছে।আফগানিস্তান থেকে আসা ১০ থেকে ১৫ ধরনের খেজুরের দাম ও এখন ঊর্ধ্বমুখী।

সবথেকে বেশি প্রভাব পড়েছে হিংয়ের দামে।

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সম্পাদক জয়ন্ত কুন্ডু জানিয়েছেন, মালদার বাজার অনেকটাই শুকনো ফলের ক্ষেত্রে আফগানিস্থান এর উপর নির্ভরশীল। তাই ড্রাইভ ফ্রুটস নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা।

কেবলমাত্র খোলাবাজারে নয়, এই সমস্ত সামগ্রীর দাম হঠাৎ করেই বেড়ে গেছে অনলাইনেও। ফলে পরিস্থিতি যে দিকে মোড় নিচ্ছে আগামীতে ড্রাই ফ্রুটস এর দাম ও যোগান যে লাগামছাড়া হয়ে যাবে এ ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই বলে জানিয়েছেন জেলার ব্যবসায়ীরা।

advt 19

advt 19