এখনই আফগানিস্তান ক্রিকেট বোর্ডে কোনও রদবদল করছে না তালিবানরা 

0
1

আফগানিস্তান ক্রিকেট বোর্ডে আপাতত কোনও রদবদল করছে না তালিবানরা। আজিজুল্লাহ ফজলিকেই ফের আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হল। রবিবার টুইট করে এমনটাই জানান হল। আফগানিস্তান দখল করার পর সেই দেশের ক্রিকেট বোর্ডের দফতরেও ঢুকে পড়ে তারা। তবে ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে থাকছেন আজিজুল্লাহ-ই।রবিবার টুইটে লেখা হয়েছে, আজিজুল্লাহ ফজলিকেই ফের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হল। আগামী দিনে তাঁর নেতৃত্বেই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আফগানিস্তান।

প্রাক্তন ক্রিকেটার আবদুল্লাহ মাজারিকে সঙ্গে নিয়ে ক্রিকেট বোর্ডের দফতরে ঢুকেছিল তালিবান। তবে ছেলেদের ক্রিকেটে তারা হস্তক্ষেপ করবে না বলেই মনে করা হচ্ছে।ছেলেদের ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা না থাকলেও, মেয়েদের ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও মেয়েদের ক্রিকেট নিয়ে কোনও কিছু জানা যায়নি।

advt 19