অনাস্থা রুখতে কড়া পদক্ষেপ নয়া সভাপতির

0
2

অনাস্থা আনা যাবে না! পঞ্চায়েত সমিতির অনাস্থা রুখতে নয়া কমিটি গঠন করল মুর্শিদাবাদ জেলা তৃণমূল।এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শাওনি সিংহ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এখন থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত কোনও পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনা যাবে না। কোনও অভিযোগ থাকলে চারজন সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে লিখিতভাবে তা জানাতে হবে। ওই অভিযোগ রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপর সিদ্ধান্ত হবে। না জানিয়ে কেউ অনাস্থা আনলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেবে দল।’ এর পাশাপাশি সকলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন- কর কাঠামোর বাইরে থাকা প্রতিটি পরিবারকে মাসে ৭,৫০০ টাকা দিক কেন্দ্র, প্রস্তাব মুখ্যমন্ত্রীর

নওদা পঞ্চায়েত সমিতির অনাস্থা প্রস্তাব পাঠান হয়েছে স্থানীয় প্রশাসনকে। এছাড়া জেলার বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের একাংশ অনাস্থা এনেছে তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। কিন্তু রাজ্য নেতৃত্বের কড়া নির্দেশ, কোনভাবেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনা যাবে না। সেই নির্দেশ পালন করতে উদ্যোগ নিলেন নব নিযুক্ত জেলা তৃণমূল সভাপতি। advt 19