নয়া নির্দেশিকায় সরল রেশন-আধার সংযুক্তিকরণ

0
1

রাজ্য সরকারের নয়া নির্দেশিকায় সরল হল আধার-রেশন (Adhar-Ration) সংযুক্তিকরণ পদ্ধতি। রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই এবার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক (Link) করানো যাবে। রেশন কার্ডের সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর লিঙ্ক করা। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) জানিয়েছেন, নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের এই নির্দেশিকায় করোনা আবহে লিঙ্ক করানোর জন্য যেতে হবে না নিজের জেলায়। বাংলার যে কোনও প্রান্তে বসেই এই কাজ করাতে পারবেন উপভোক্তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঠিকানা যা-ই থাকুক, গ্রাহক যে কোনও জায়গা থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারবেন।

আরও পড়ুন:ভিড় সামলাতে নয়া ডিভাইস: উৎসবে অত্যাধুনিক প্রযুক্তিতে সাজছে কলকাতা পুলিশ 

এই মুহূর্তে রাজ্যে ১০ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহক আছেন। তাঁদের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন ৬ কোটি ৪৭ লক্ষ। ত্রুটি থাকায় বা ব্যবহার না করায় প্রায় ১৬ লক্ষ রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এরাজ্যেও চালু হয়েছে ‘এক দেশ, এক রেশন’। তাই ভিন রাজ্যের যে কোনও বাসিন্দা মূলত পরিযায়ী শ্রমিকেরা রেশন তুলতে পারবেন।
advt 19