এবার জেলা সফরে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ

0
1

নতুন রাজ্য কমিটি গঠন হওয়ার পরেই জেলা সফর শুরু করলেন তৃণমূল যুব কংগ্রেস (TMYC) সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। আর এই সফরের প্রথমেই তিনি বেছে নিলেন পশ্চিম বর্ধমান (West Burdwan) জেলা। সংগঠনের উপর জোর দেওয়াই এই জেলা সফরের মূল উদ্দেশ্য।

তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা যাতে বুথ স্তরে আরও শক্তিশালী ভাবে সংগঠন গড়ে তুলতে পারে সেই অনুযায়ী বিভিন্ন কর্মসূচি সায়নী ঘোষ এই জেলা সফরে করবেন বলে জানা গিয়েছে। তাঁর প্রতিটি কর্মসূচিতে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও কর্মী বৃন্দ।

আরও পড়ুন:তালিবানদের হাত থেকে মুক্তি পেল ১৫০ জন, প্রাণ বাঁচাতে বিমানবন্দরের দিকে রওনা

বিধায়কদের সতন্ত্র কিছু সেবামূলক কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন সভানেত্রী। এবং তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা যাতে শীর্ষ নেতৃত্ব, বিধায়কদের সঙ্গে এবং মানুষের সঙ্গে যোগাযোগ, সমন্বয় বজায় রেখে সরকারি প্রকল্প এবং এই সংক্রান্ত তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে, ও মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ করতে পারে, সেই সব ক্ষেত্র গুলিও সাংগঠনিক মিটিং-এ উল্লেখ করা হবে।

advt 19