অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স  বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয় ভারতের অমিত খাতরির

0
1

আবারও পদক জয় ভারতের ( India)। অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে( under 20 world athletics championships) রুপো জয় ভারতের অমিত খাতরির( Amit Khatri)। শনিবার ১০ কিলোমিটার রেস ওয়াকে রুপো জিতলেন তিনি।

এদিনের প্রতিযোগিতায় শুরুটা ভালই করেন অমিত। সোনার পদক জয়ের সম্ভাবনাও ছিল তাঁর। অনেকটা সময়ই এগিয়ে ছিলেন ১৭ বছরের অমিত। কিন্তু শেষ দুটি ল্যাপে তাঁকে টপকে যান কেনিয়ার হেরিংস্টোন ওয়ানওনি। ৪২ মিনিট ১০.৮৪ সেকেন্ডে সোনা জিতে নেন হেরিংস্টোন। শেষপর্যন্ত ৪২ মিনিট ১৭.৯৪ সেকেন্ডে রেস শেষ করে রুপো জেতেন অমিত। ৪২ মিনিট ২৬.১১ সেকেন্ড শেষ করে ব্রোঞ্জ জেতেন স্পেনের পল ম্যাকগ্রাথ।

আরও পড়ুন:এএফসি কাপে দ্বিতীয় ম‍্যাচে মাজিয়া এএসিকে সমীহ হাবাসের