কোভিড পরিস্থিতিতে বহু রেস্তোরাঁয় ভাঙা হচ্ছে কোভিড বিধি। নাইট কার্ফু-র বিধি না মেনে চলছে নাইট পার্টি। তা নিয়ে বহুদিন ধরেই অভিযোগ চলছিল। এই পরিস্থিতিতে এবার পানশালার ভিতরে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিল রাজ্য সরকারের আবগারি দফতর। এমনকি সিসিটিভি ক্যামেরায় আইপি এবং জিপিএস সংযুক্ত করতে বলা হয়েছে, যাতে আবগারি দফতরের আধিকারিকরা নিজেদের দফতরে বসেই পানশালার ভিতরের চলা ফুটেজ দেখতে পান।
আরও পড়ুন:ডোম নিয়োগের পরীক্ষাতেও শূন্য পেলেন প্রার্থী, কৃতকার্য মাত্র ৩৭
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলার স্বার্থেই এমন নির্দেশ। মঙ্গলবার ওই নির্দেশিকা প্রকাশ করে রাজ্যের সমস্ত পানশালাগুলিতে আগামী দু’সপ্তাহের মধ্যে যাবতীয় নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় নয়া নির্দেশিকা নিয়ে কলকাতা আবগারি দফতরের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত সমস্ত পানশালা এবং পানশালার বর্ধিত অংশে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। এমনভাবে ক্যামেরা বসাতে হবে, যাতে গোটা কাউন্টার সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকে। শুধু ভিডিয়ো ফুটেজ থাকলেই চলবে না। কথাবার্তাও যেন শোনা যায়।
এছাড়াও রাজ্য সরকারের তরফে পানশালার প্রবেশদ্বার ও বাইরের দরজা, পানশালার ভিতরে এবং পানশালার বর্ধিত অংশ, সবকিছুকেই সিসিটিভির আওতায় আনার নির্দেশ দিয়েছে । সন্ধ্যায় পানশালা খোলার এক ঘণ্টা আগে থেকে ভোর ৪টে পর্যন্ত সিসিটিভি ক্যামেরা চালু রাখতে বলা হয়েছে। যে দিন মদ পরিবেশন করা হবে না, সে দিনের ফুটেজও রেকর্ড করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী ফুটেজ রেকর্ড করার পর ৩০ দিন পর্যন্ত তা নষ্ট করা যাবে না।
শুধু তাই নয়, সিসিটিভি ক্যামেরার গুণগত মানও ঠিক করে দিয়েছে রাজ্য। বলা হয়েছে, হাই ডেফিনিশন রেজলিউশনের সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, যাতে পরিষ্কার ভাবে পানশালার ভিতরের দৃশ্য ধরা পড়ে।
