টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনা জয়ী নীরজ চোপড়াকে( Neeraj chopra) এক অনন্য সম্মান দিতে চলেছে ভারতীয় সেনা। সেনাবাহিনীর স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে তাঁর নামে। এমনটাই জানান হল সেনাবাহিনীর তরফ থেকে।
সোনা জয়ের পর একের পর এক সম্মান পাচ্ছেন নীরজ চোপড়া। এবার নীরজকে এক অনন্য সম্মান দিতে চলেছে ভারতীয় সেনা। পুনের সাউদার্ন কমান্ড আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের অ্যাথলেটিক্স স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে নীরজের নামে। প্রতিষ্ঠানের নাম হবে, নীরাজ চোপড়া আর্মি স্পোর্টস স্টেডিয়াম, পুনে ক্যান্টনমেন্ট।
আগামী ২৩ আগস্ট এই নামকরণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল এমএম নারভানে ও সাউদার্ন আর্মি কমান্ডার লেফটেনেন্ট জেনারেল জেএস নৈন।
এই নিয়ে সেনাবাহিনীর এক অফিসার বলেন,” এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের যেখানে প্রতিটি অ্যাথলিটকে প্রতিদিন অনুশীলন করানো হয়। আমরা প্রতিষ্ঠানটিকে উন্নত করছি। যেহেতু স্টেডিয়ামটি কোন বড়ও ব্যাক্তিতের নাম ছিলনা, তাই আমরা ভেবেছি এটি নীরজ চোপড়ার নামে নামাঙ্কিত করা হোক। যেহেতু অলিম্পিক্সে সোনা জিতে উনি এই প্রতিষ্টানেই এসেছিলেন।”
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস