কাবুলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে তৈরি C-17 বিমান

0
1

তালিবান কাবুল দখলের পর গত সোমবার বায়ুসেনার একটি বিশেষ বিমানে কাবুল থেকে উড়িয়ে আনা হয় ৪৫ জন ভারতীয়কে। তারপর থেকে কাবুল থেকে ভারতের উড়ান বন্ধ। এদিকে আফগানিস্তানের একাধিক অংশে আটকে পড়েছেন বহু ভারতীয়। সেইসব ভারতীয়দের ফিরিয়ে আনতে তৈরি বায়ুসেনার একটি C-17 ট্রান্সপোর্ট বিমান। কাবুল বিমানবন্দরে বেশিরভাগ ভারতীয় পৌঁছতে পারলেই কাবুল উড়ে যাবে সি-১৭ বিমান। কিন্তু প্রাণভয়ে ঘরেই বন্দি অনেকেই। তাই আপাতত প্রাণ হাতে করে বিমানবন্দর অবধি পৌঁছনো ছাড়া কোনও দিশা দেখতে পাচ্ছেন না তাঁরা।

আরও পড়ুন: ত্রিপুরা: রাখি বন্ধন উপলক্ষে অনাথ ও পথশিশুদের নিয়ে বিশেষ কর্মসূচি তৃণমূলের
সূত্রের খবর, ‘গত ১৭ ও ১৮ অগাস্ট দুটি বৈঠকে প্রধানমন্ত্রী সাফ নির্দেশ দিয়েছেন আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের যে কোনও উপায়ে ফিরিয়ে আনতে হবে।’ তাই ভারতীয়দের এয়ারলিফট করার ক্ষেত্রে সহায়তার জন্য আমেরিকার সঙ্গে প্রতিমূহূর্তে যোগাযোগ রেখে চলেছে দিল্লি। কাবুলের বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে প্রতি মুহূর্তের তথ্যও পাওয়া যাচ্ছে। একবার বায়ুসেনার গ্লোবমাস্টার গিয়ে কাবুল বিমানবন্দরে পৌঁছলেই কমপক্ষে ২৫০ জন ভারতীয়কে ওই বিমানে করে দেশে ফেরানো সম্ভব হবে বলে আশাবাদী দিল্লি।তবে তা নির্ভর করছে কতজন ভারতীয় তালিবানি পাহারা এড়িয়ে বিমানবন্দর পৌঁছতে পারে।
তালিবানরা কাবুল দখলের পর থেকে গোটা আফগানিস্তান দাপিয়ে বেরাচ্ছে তারা। এমনকী গোটা দেশজুড়ে সন্ত্রাস চালাচ্ছে তালিবানরা। এমতাবস্থায় কতজন ভারতীয় এতকিছুর পরেও বিমানবন্দরে পৌঁছতে পারবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

advt 19