তিন দিনের জন্য সম্পূর্ণ গাঢ় অন্ধকারে ঢেকে যাবে গোটা পৃথিবী! একজন টাইম ট্রাভেলার দাবি করলেন, পৃথিবী নাকি তিনদিন সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে। সম্প্রতি ওই টাইম ট্রাভেলার দাবি করে বলেছেন, তিনি নাকি ২৫৮২ সাল পর্যন্ত ঘুরে এসেছেন। আগামী চার বছর বাদে একটা সময় আসবে যখন তিনদিন সারা বিশ্ব কালো অন্ধকারে ডুবে যাবে।
টিক টকে @timetraveler2582 নামের ওই ব্যবহারকারী বলেছেনে, আগামী ২৫৮২ পর্যন্ত পৃথিবীতে যাই হচ্ছে না কেন সব তিনি জানেন। ৬ জুন ২০২৬ সালে পুরো পৃথিবী কালো অন্ধকারে ডুবে যাবে। কোনও আলোর কণা দেখা যাবে না পৃথিবীতে।
আরও পড়ুন- আইপিএল দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু সিএসকের, শুক্রবার থেকে অনুশীলন শুরু মুম্বই ইন্ডিয়ান্সের
তিনি আরও দাবি করেছেন, আগামী বছর পাঁচেকের মধ্যে পৃথিবী পাল্টে যাবে। কিন্তু ৬ জুন ২০২৬ থেকে টানা তিন দিনের জন্য পৃথিবী এমন একটা পরিস্থিতিতে থাকবে যেখানে কোনও আলোর কণা দেখা যাবে না। শুধুমাত্র ব্যবহার করা যাবে মোমবাতি।


































































































































