আফগানভূমি দখল করার পর একে একে ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে তালিবানরা(Taliban)। এহেন পরিস্থিতির মাঝেই এবার নয়াদিল্লিকে(New delhi) অবাক করে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভারতকে আর্জি জানাল তালিবান। সম্প্রতি তালিবানের তরফে ভারতকে এই প্রস্তাব দিয়েছে তালিবান নেতা শের মহম্মদ আব্বাস স্ট্যানিকজাই(Abbas Stanikjai)।
উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতের সঙ্গে সমস্তরকম বাণিজ্য বন্ধ করা হয়েছে তালিবানের তরফে। এই পরিস্থিতিতে দুদিন আগেই কাবুল থেকে ২০০ ভারতীয়কে দেশে ফেরায় দিল্লি। তখনই কার্যত স্পষ্ট করে দেওয়া হয় ভারত তালিবানের সঙ্গে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক রাখতে আগ্ৰহী নয়। এবার তালিবান মুখপাত্রর তরফে ভারতকে প্রস্তাব দেওয়া হল সম্পর্ক বজায় রাখার। তালিবানের তরফে স্ট্যানিকজাই দাবি করেন ভারতের কূটনীতিকরা কাবুলে থাকলে নিরাপদেই থাকবেন। পাশাপাশি তার আরও দাবি, কাবুলে লস্কর বা জইশ জঙ্গিদের উপস্থিতি নেই। কাবুলের সবকিছুর নিরাপত্তার দায়িত্বে তালিবান রয়েছে।
আরও পড়ুন:টিম গঠনের পরেই ডিজি-র কাছে মেল, খুন-ধর্ষণের মামলার নথি চাইল সিবিআই
যদিও তালিবানের এই প্রস্তাবকে মোটেই গুরুত্ব দিতে রাজি নয় ভারত। শুধু মুখের কথায় নয়াদিল্লি এই আবেদনের ‘আন্তরিকতা’ বিশ্বাস করবে না। লস্কর-জইশ-হক্কানির মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা তালিবানের এটা কোনও রকম ষড়যন্ত্র হতে পারে বলে মনে করা হচ্ছে।














































































































































