রোহিত শর্মার( Rohit Sharma) ব্যাটিং মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর( Sachin Tendulkar)। কয়েক বছর ধরে টেস্টের( Test) ওপেনার হিসাবে নিজের জায়গা বজায় রেখেছেন হিটম্যান। সঙ্গে দলকে ভরসাও জুগিয়েছেন। সম্প্রতি ভারত-ইংল্যান্ড( India-England) টেস্ট সিরিজেও রোহিতের ধারাবাহিকতা প্রশংসা যোগ্য বলে মনে করছেন সচিন। বলছেন, পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরন কিভাবে বদলাতে হয় তা ভালই জানেন রোহিত।
এক সংবাদ সংস্থাকে রোহিতের ব্যাটিং প্রসঙ্গে এদিন সচিন তেন্ডুলকর বলেন,”এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে মনে হয়েছে রোহিত ভারতীয় ব্যাটিংকে নেতৃত্ব দিচ্ছে। নিজের টেম্পারমেন্টের পরিণত দিকটি তুলে ধরেছে ও, এবং দেখিয়েছে পরিস্থিতি অনুযায়ী নিজের খেলাকে কীভাবে বদলাতে পারে। ধৈর্য্যের সঙ্গে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেকে মেলে ধরেছে এবং ভারতীয় ব্যাটিংকে নেতৃত্ব দিচ্ছেন হিটম্যান।”
আরও পড়ুন:প্রয়াত পিটি ঊষার কোচ ও এম নামবিয়ার