গঙ্গা নদীর জল বাড়তেই পূর্ব রেলের মালদহ ডিভিশনে সর্তকতা । বিভিন্ন এলাকার রেল লাইন ঘেঁষে বইছে নদীর জল । রেল কালভার্টের নিচে দিয়ে প্রবল স্রোতে বইছে নদীর জল। এই অবস্থায় দূরপাল্লার বেশকিছু ট্রেনের রুট ঘোরানো হয়েছে। পাশাপাশি ১৩ টি ট্রেন বাতিল করা হয়েছে। মালদহ রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার জানান বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। গঙ্গার জল বাড়াই সাহেবগঞ্জ থেকে ভাগলপুর আবার ভাগলপুর থেকে জামালপুর রেল লাইনে ঘেঁষে গেছে। পাশাপাশি রেল ব্রিজের গার্ডার ছুঁয়ে গেছে। তাই আমরা বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছি। পাশাপাশি মালদহ থেকে ফরাক্কা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল কাটিহার হয়ে দিল্লি যাচ্ছে। ভাগলপুর, সাহেবগঞ্জ , জামালপুর , জয়নগর, মুঙ্গেরের বেশ কিছু রুটের ট্রেন বাতিল করা হয়েছে। রেলওয়ে ট্র্যাক থেকে জল নিচে নামার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।







































































































































