ফের পদক জয় ভারতের( india)। অনুর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সের( world athletics under 20 championships) মঞ্চে ব্রোঞ্জ পদক জয় ভারতের। অনুর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকসে ৪×৪০০ মিটার মিক্সড রিলেতে ব্রোঞ্জ জিতল ভরত শ্রীধর, প্রিয়া মোহন, সামি ও কপিলরা।

কেনিয়ার অনুষ্ঠিত হচ্ছে অনুর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেখানেই প্রথমবার অনুর্ধ্ব-২০ অ্যাথলেটিক্সে পদক পেল ভারত। এদিন ভরত, প্রিয়া, সামি ও কপিলরা দৌড় শেষ করে মিনিট ২০.৫৭ সেকেন্ডে।
টোকিও অলিম্পিক্সে ভারতের বড়রা না পারলেও, কেনিয়ায় ছোটরা করে দেখাল।
টোকিও অলিম্পিক্সে মিক্সড রিলেতে হিটে ভালো ফল করতে পারেনি ভারতীয় দল। হিটে অষ্টম স্থানে শেষ করেছিল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস











































































































































