চোখের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন দেশের রাষ্ট্রপতি(president) রামনাথ কোবিন্দ(Ram nath kovind)। অবশেষে দিল্লির সেনা হাসপাতলে চোখের অস্ত্রোপচার হলো তাঁর। চোখের ছানির অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার সকালে দিল্লির সেনা হাসপাতালে(Army Hospital) ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। সফল অস্ত্রোপচারের পর এ দিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:জাতীয় পতাকা হাতে মিছিল, তালিবানের গুলিতে আফগানিস্তানে বহু মানুষ মৃত
রাষ্ট্রপতি ভবনের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, “রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার সকালে দিল্লির সেনা হাসপাতালে চোখের ছানি অস্ত্রোপচার করা হয়েছে। ছানি অপারেশন একদম ঠিক ভাবে হয়েছে এবং তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।” পাশাপাশি আরও জানানো হয়েছে আগামী কয়েকদিন চোখের যত্ন ও নিয়মের মধ্যে থাকতে হবে রাষ্ট্রপতিকে। উল্লেখ্য, গত মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে সেনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৫ বছর বয়সে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যদিও বর্তমানে দেশের রাষ্ট্রপ্রতির অন্য কোন রকম শারীরিক অসুস্থতার নেই বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।














































































































































