এবার কড়া পদক্ষেপ আমেরিকার। আফগান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রায় ৯৫০ কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ হাজার কোটি টাকা আটকে দিল জো বাইডেন সরকার। এই টাকা যাতে কোনোমতেই তালিবান কাজে না লাগাতে পারে সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-পাঞ্জশিরে তালিবান বাহিনীকে আটকালো নর্দার্ন অ্যালায়েন্স, বন্দি গভর্নর সালিমা মাজারি
আফগান সেন্ট্রাল ব্যাঙ্কের এক কর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আফগান সরকারের যে কোনো কেন্দ্রীয় ব্যাঙ্কের সম্পদ তালেবানদের কাছে পাওয়া যাবে না, যা ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত তালিকায় রয়েছে। এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমেরিকা। সেন্ট্রাল ব্যাঙ্কের কার্যকরী প্রধান আজমল আহমদির কথায়, “আমেরিকা থেকে আফগানিস্তানের মধ্যে সব রকমের আর্থিক লেনদেন বন্ধ করা হয়েছে। যাতে সেই টাকা নিয়ে তালিবানরা নিজেদের কাজে লাগাতে পারে সেই কারণেই এই পদক্ষেপ করেছে বাইডেন সরকার। ওই টাকা নিউইয়র্ক ফেডেরাল রিজার্ভ-এর কাছেই থাকবে বলে জানিয়েছেন আজমল।
সূত্রের খবর, এই মুহূর্তে আফগান সেন্ট্রাল ব্যাঙ্কের বেশিরভাগ গচ্ছিত অর্থ আমেরিকাতেই রয়েছে। তার ফলে সেই অর্থের উপর কব্জা করা সহজ হবে না তালিবানের পক্ষে। যদিও এখনও পর্যন্ত এই অর্থ চেয়ে আমেরিকার কাছে কোনও দাবি জানায়নি তালিবান। যদিও এ বিষয়ে মার্কিন ট্রেজারি বিভাগ কোনও মন্তব্য করতে চায়নি।
আরও পড়ুন-তালিবানি শাসন চায় না আফগান জনতা!
তালিবান দাপট দেখাচ্ছে আফগানিস্তানের বেশ কিছু অংশে। তালিবানি তাণ্ডব থেকে বাঁচতে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন আশরাফ ঘানি। ছেড়েছেন দেশও। দেশে ছেড়েছেন উচ্চপদস্থ আরও বহু কর্তা, রাজনীতিকরা কাবুল ছেড়ে অন্য দেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন। তবে এরমধ্যে তালিবানের বিরুদ্ধে রুখে গর্জে উঠেছিলেন আফগানিস্তানের বল্খ প্রদেশের গভর্নর সালিমা মাজিরা। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই সালিমাকে আটক করেছে তালিবান জঙ্গিরা।












































































































































