সাইকেল চালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! শিশুকন্যাকে পিষে দিল বেপরোয়া লরি

0
3

সাইকেল চালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি। তারাতলায় বাড়ির কাছেই ১০ বছরের শিশুকন্যাকে পিষে দিল বেপরোয়া লরি। ঘাতক লরির চালক ও খালাসিকে বেদম মার উত্তেজিত জনতার। চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, অনান্যদিনের মতোই বুধবার দুপুরে সাইকেল চালাচ্ছিল তারাতলার বছর আটেকের এক কিশোরী। নাম সঞ্জনা দাস। সেই সময় উলটো দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল একটি ট্রাক। বিপদের আশঙ্কা করে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ট্রাকটিকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। চোখের নিমেষে কিশোরীকে পিষে দেয় ট্রাকটি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। চোখের সামনে এই ঘটনা দেখে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয়রা। ট্রাকের চালক ও খালাসিকে নামিয়ে ব্যাপক মারধর করে স্থানীয় জনতা। এরপরই ঘটনাস্থলে পুলিশ এসে ঘাতক লরিটির চালক ও খালাসিকে গ্রেফতার করে।

আরও পড়ুন- রবীন্দ্রনাথ কালো ছিলেন তাই তার মা তাকে কোলে নিতেন না ! সুভাষ সরকারের এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে advt 19