Afghanistan-Taliban Crisis: আফগানিস্তানের হিন্দু ও শিখ নাগরিকদের ভারতে আশ্রয় দেওয়া হবে, জানালেন মোদি

0
1

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন 7 LKM এ একটি বিশেষ বৈঠক হয় মঙ্গলবার সন্ধেয়। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফগানিস্তানে আটকা পড়া ভারতীয়দের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার নির্দেশনা দেন। সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ভারতে আসা প্রত্যেক সংখ্যালঘুদের সাহায্য করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

আরও পড়ুন: তালিবানি আগ্রাসনে লণ্ডভণ্ড আফগানিস্তান যেন রিফিউজি ক্যাম্প

সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে প্রধানমন্ত্রী সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী দিনে আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্রের খবর, মোদি আরও বলেছেন, যে ভারতের কেবল তার নাগরিকদের রক্ষা করা উচিত নয়,  শিখ এবং হিন্দু সংখ্যালঘুদেরও আশ্রয় দেওয়া উচিত। যারা ভারতে আসতে চায় এবং আমাদের সমস্ত সম্ভাব্য সাহায্যও দেওয়া উচিত।

আরও পড়ুন: সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই অসুস্থ নীরজ চোপড়া, ভর্তি হাসপাতালে

প্রায় গোটা আফগানিস্তানই চলে গিয়েছে তালিবান দখলে। তালিবান কাবুল দখলের পরেই ১৫ অগাস্ট রাতে ভারতীয় বায়ুসেনার দু’টি সি-১৭ বিমান উড়ে যায় আফগানিস্তানে। সঙ্গে যায় ইন্দো-টিবেটিয়ান বাহিনীও। খবর ছিল, ভারতীয় দূতাবাসের উপরও নজর ছিল তালিবানের। সোমবার রাতের মধ্যেই ফিরিয়ে আনা হয় ৪৫ জন ভারতীয়কে। এরপর মঙ্গলবার সকালে আরও একটি বিমান কাবুল থেকে ভারতে পৌঁছয়। তাতে  ১২০ জন যাত্রীকে ভারতে ফিরিয়ে আনা হয়।

advt 19