প্রণয় হালদারকে( Pronay Haldar) ছেড়ে দিল এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। মঙ্গলবার রাতে ক্লাবের সোশ্যাল মিডিয়ায় সরকারি ভাবে এই খবর জানিয়ে দেওয়া হয়।
সূত্রের খবর জামসেদপুর এফসিতে সই করতে চলেছেন এই বঙ্গতনয়। কথাবার্তা অনেক দূর এগিয়েছে এই ক্লাবটির সঙ্গে। বুধবারই তার সরকারি ঘোষণাও হয়ে যেতে পারে। নতুন ভবিষ্যতের জন্য এটিকে মোহনবাগানের তরফে প্রণয়কে শুভেচ্ছা জানানো হয়েছে।
Pronay Halder will spend ISL 2021-22 away from #ATKMohunBagan at another club.
We wish him all the best for the upcoming season! #JoyMohunBagan #Mariners #IndianFootball pic.twitter.com/QQMggBkvWX
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 17, 2021
জল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছিল। এএফসি কাপের জন্য বাগান শিবির যখন কলকাতায় প্রস্তুতি সারতে ব্যস্থ ছিল, তখন তিনি দলের সঙ্গে যোগ দেননি। অবশেষে মঙ্গলবার এটিকে মোহনবাগানের তরফ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস