সোমেন মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকী: শিখাকে ফোন মুখ্যমন্ত্রীর

0
2

প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের প্রথম বাৎসরিক পারলৌকিক ক্রিয়ার দিন শিখা মিত্রকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এরপর শিখাদেবীকে ফোন করেন মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়ও। পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানে যান কুণাল ঘোষ। শিখা মিত্র ও রোহন মিত্র বহু আমন্ত্রণ সত্ত্বেও বিজেপিতে যাননি। বিজেপি চৌরঙ্গি কেন্দ্রে তাঁদের প্রার্থী হিসেবে শিখাদেবীর নাম ঘোষণা করলেও তিনি প্রত্যাখ্যান করেছিলেন। উল্লেখ্য, শিখাদেবী একসময় তৃণমূলেরই বিধায়ক ছিলেন।

আরও পড়ুন-কবে থেকে চলবে লোকাল ট্রেন? নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

advt 19