রাতের অন্ধকারে খাস কলকাতার বুকে গুলিবিদ্ধ হয়ে জখম ১। জানা গেছে, ফুটবল খেলা বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপরই ৩ জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোঁড়ে।ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটের ইলিয়ট লেনে। স্থানীয় বাসিন্দারা আহত ওই ব্যক্তিকে তড়িঘড়ি চিত্তরঞ্জন মেডিক্যালে ভর্তি করেন।এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ।
আরও পড়ুন-কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও
অভিযোগ পার্ক স্ট্রিটে ফাইনাল ফুটবল ম্যাচ চলার সময়ে ক্লাবের সামনে বসে মদ্যপান করছিল একদল দুষ্কৃতী। ক্লাবের মূল দরজায় ভাঙচুর চালানো হয়। বাধা দিতে গেলেই গুলি চালে বলে অভিযোগ। দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি গিয়ে লাগে ক্লাব সদস্যের গায়ে। পলাতক ৩ অভিযুক্ত। তবে দুষ্কৃতীদের ফেলে যাওয়া দুটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই পার্ক স্ট্রিটের বাসিন্দা। আহত ক্লাবের সদস্য হাসপাতালে ভর্তি। আপাতত রাস্তার সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





























































































































