বুধবার এএফসি কাপের( Afc Cup) অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। প্রতিপক্ষ চেনা বেঙ্গালুরু এফসি( Bengaluru Fc)। গত আইএসএলে( Isl) সুনীল ছেত্রীদে( Sunil cheetri) বিরুদ্ধে হাবাসের( Habas) দলের রেকর্ড ভাল হলেও, বুধবারের ম্যাচে আগে সর্তক বাগানের হ্যেডস্যার।
গত রবিবার থেকেই প্রথম ম্যাচের জন্য অনুশীলন শুরু করে দেয় অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, সুভাশিস বোসেরা। চলতি মরশুমে বেশ কিছু নতুন ফুটবলার সই করিয়েছে বিএফসি। তাই গত আইএসএলের থেকে এই দল যে অনেকটা আলাদা তা মানছেন হাবাস।
এদিন তিনি বলেন,” বেঙ্গালুরু বেশ কিছু নয়া বিদেশি সই করিয়েছে। বদলে গেছে কোচিং স্টাফও। শক্তির তফাৎ তো রয়েছে। তবে একে অপরকে চিনি। একসাথে অনেক ম্যাচ খেলেছি। ফলে শেষ মিনিট পর্যন্ত লড়াই হবে।”
এদিকে মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন ফুটবলারদের জার্সি নম্বর পোস্ট করল বাগান কর্তারা। এক নম্বর জার্সি পাচ্ছেন অমরিন্দর সিং। মিডফিল্ডার বিদ্যানন্দ সিংকে দেওয়া হয়েছে ৩ নম্বর জার্সি। মুম্বই সিটি এফসি থেকে আসা তারকা মিডফিল্ডার হুগো বৌমোস পেয়েছেন ১০ নম্বর জার্সি।
Our new #Mariners are ready for the new season with their numbers! 💚❤️#Mariners, whose jersey do you have your sights set on? 👀🤩#ATKMohunBagan #JoyMohunBagan #MarinersInAsia #IndianFootball pic.twitter.com/MQ8ZsT6iIF
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 17, 2021
আরও পড়ুন:জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল পিয়ারলেস, জোড়া গোল ক্রোমার