মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhaya ) স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’। মহিলাদের আর হাত খরচের জন্য কারও কাছে হাত পাততে হবে না। আর সেই ফর্ম (Form) বিলি হচ্ছে সোমবার দুয়ারের সরকার কর্মসূচি থেকে। স্বাভাবিকভাবেই আত্মনির্ভর হওয়ার এই সুযোগে সদ্ব্যবহার করতে ভিড় জমিয়েছেন মহিলারা। ব্যতিক্রম নয় পূর্ব বর্ধমানের পূর্বস্থলীও। স্থানীয় স্কুলের ক্যাম্পে রাত থেকেই লম্বা লাইন পড়ে যায়। কয়েক হাজার মহিলা ভিড় করেন লাইনে। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। অবস্থা সামাল দিতে মাইকে চলে প্রচার। ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি, অনেকেরই মাস্ক উধাও। খবর পেয়ে ক্যাম্পে যান মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। পুলিশকে মাস্ক বিলির পরামর্শ দেওয়ার পাশাপাশি লাইনে দাঁড়ানো মহিলাদের তাড়াহুড়ো না করার অনুরোধ জানান মন্ত্রী।
এরপর এই পরিস্থিতি আয়ত্তে চলে আসে। মন্ত্রী বলেন, অনেকদিনই চলবে দুয়ারের সরকার কর্মসূচি। সুতরাং কোভিড বিধি মেনে, শারীরিক দূরত্ব বজায় রেখে এবং অবশ্যই মাস্ক পরে এই শিবিরে গিয়ে ফর্ম তুলতে হবে। মন্ত্রীর হস্তক্ষেপে সুশৃংখলভাবে এরপর ক্যাম্প চলে।































































































































