করোনা(covid) মোকাবিলায় রাজ্যে জারি থাকা বিধিনিষেধের আরও কিছু ছাড় দিল রাজ্য সরকার। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও বহু ক্ষেত্রে ছাড় ঘোষণা করল রাজ্য সরকার(state government)।
নবান্নর নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশ দর্শক নিয়ে এ বার থেকে মিউজিয়াম এবং বিনোদনমূলক পার্ক খোলা যাবে। একই সঙ্গে করোনা বিধি মেনে তথ্য এবং তথ্য প্রযুক্তির দফতরে ১০০ শতাংশ হাজিরা নিয়ে কাজ করার ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি উৎপাদন শিল্পের ক্ষেত্রেও ১০০ শতাংশ হাজিরা-সহ কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে নবান্ন। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ অগাস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে।














































































































































