অশান্ত আফগানিস্তানের(Afganistan) মাটিতে এবার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)। জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে পরামর্শ করার পর আফগানিস্তানে ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তালিবানকে(Taliban) রীতিমত হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে সেনাবাহিনীর কাজে বাধা দিলে তার ফল ভালো হবে না। যদিও আফগানিস্তানে এই মার্কিন সেনার(American army) কাজ হবে সেখানে কর্মরত এবং বসবাসকারী সমস্ত মার্কিন নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা। এবং ৩১ আগস্টের পর আফগানিস্থানে আর কোনও মার্কিন সেনা থাকবে না।
আরও পড়ুন: কাবুল থেকে ১২৯ যাত্রী নিয়ে নিরাপদে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়া বিমান
যদিও আফগানিস্তানের অশান্ত পরিস্থিতিতে আমেরিকা কোন রকম হস্তক্ষেপ করবে কিনা সে প্রসঙ্গে বাইডেন স্পষ্ট জানিয়েছে, সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। পাশাপাশি তিনি আশা করছেন আফগানিস্তানে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে প্রেসিডেন্ট ঘানি সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। এদিকে এএফপির সুত্রের খবর, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যান্টনি ব্লিনকেন। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, সে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে।














































































































































